প্রকাশিত: Fri, Feb 24, 2023 12:18 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:27 PM

আদানির সঙ্গে সকল চুক্তি পুনরায় পর্যালোচনা করা দরকার

কাজী এম মোর্শেদ : গৌতম আদানির সম্পদ ফেব্রুয়ারির ২৩ তারিখ ৪২.৭ বিলিয়ন ডলার। ঠিক ৩০ দিন আগে হিন্ডেনবার্গ রিপোর্ট পাবলিশের সময় ছিলো ১২০.৬ বিলিয়ন ডলার। আদানির বেশ কিছু বাণিজ্য বাংলাদেশের সঙ্গে আছে, আরও অনেক মন্ত্রণালয়ের সঙ্গে বড় চুক্তি নিয়ে কথা চলছে। এর মধ্যে পিডিবি এক কমিটি গঠন করেছে, চুক্তির কয়লার দাম নিয়ে কি করা যায়। বাংলাদেশে কমিটি গঠন এক অদ্ভূত জিনিস, এরপর আউটকাম জানি না। যেই অবস্থায় আদানি এন্টারপ্রাইজ চলছে তাতে ভারত সরকারের বড় সাপোর্ট লাগবে আবার ঠিক করতে, সেই সম্ভবনাও কমে আসছে, ভারতের ফরেন রিজার্ভে একটু একটু ধাক্কা শুরু হয়েছে। আদানির সঙ্গে সকল চুক্তি পুনরায় পর্যালোচনা করা দরকার।

বিশেষ করে লংটার্ম চুক্তি, যা সরকারের মন্ত্রণালয় বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সঙ্গে করা। সেটা বিদ্যুৎ হোক বা ইন্ডিয়ান ইকনোমি জোন। সম্ভাব্য পোর্ট বা রিনিউএবল এনার্জির ব্যাপারে আগে থেকে সতর্ক থাকা দরকার। তবে কমার্শিয়াল পন্যে যেমন সয়াবিন তেল, এগুলো আওতায় না থাকলে হয়- যদি না এই কোম্পানিগুলো লিয়াজো হিসাবে কাজ করে। আমাদের দেশে আইনজীবীর অভাব নাই, কিন্তু চুক্তি করতে গেলে যে ধরনের কনট্রাক্টল বিশেষজ্ঞ আইনজীবী প্রয়োজন, তাদের অভাব আছে। ফেসবুক থেকে